পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, বাবুল সভাপতি- রানা সম্পাদক

আপডেট: May 24, 2025 |
inbound7058789909991720418
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সম্পাদক নসরতে খোদা রানা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পীরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোট ১১টি পদ এর মধ্যে তিনটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তাঁরা হলেন—সভাপতি পদে জয়নাল আবেদীন বাবুল (দৈনিক করতোয়া), অর্থ সম্পাদক পদে দেলোয়ার হোসেন দুলাল (দৈনিক ভোরের কাগজ), এবং সাংগঠনিক সম্পাদক পদে বাদল হোসেন (দৈনিক খোলা কাগজ)।

বাকি ৮টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নসরতে খোদা রানা (দৈনিক যায়যায়দিন)।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুল কবির (দৈনিক নওরোজ) ও মোকাদ্দেস হায়াত মিলন (দৈনিক সমকাল)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মুনছুর আহম্মেদ (দৈনিক খবরপত্র) এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লতিফুর রহমান লিমন (দৈনিক মানবকণ্ঠ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান হৃদয় (দ্য পলিটিশিয়ান ডট নিউজ), জিয়াউল্লাহ রিমু (ঠাকুরগাঁওয়ের খবর) এবং নূরনবী রানা (আজকের পত্রিকা)।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর