উটকো ঝামেলা নিয়ে ডিআইইউতে জুনিয়র সিনিয়র সংঘর্ষ

আপডেট: May 24, 2025 |
inbound996253871426440228
print news

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরোনো বিল্ডিংয়ের ক্যান্টিনে উটকো ঝামেলা ও কথাকাটাকাটির জেরে জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ মে) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের পুরোনো বিল্ডিংয়ের ক্যান্টিনে এ সংঘর্ষের মতো ঘটনা ঘটে।

উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, কোনো এক তুচ্ছ বিষয় নিয়ে জুনিয়র শিক্ষার্থীরা সিনিয়রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষে এখন পর্যন্ত কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান করছে।

এ ঘটনায় জড়িত শিক্ষার্থীরা কোন বিভাগের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর