জয়পুরহাটে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আপডেট: May 25, 2025 |
inbound7155648472221121938
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে  তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

পরে ভূমি সেবা অটোমেশনঃ বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনারে
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাঃ সবুর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, রেভিনিউ ডেপুটি কালেক্টর মিজানুর রহমান প্রমূখ।

এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় বেশ কয়েকটি  স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা বিনামূল্যে পাওয়া যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর