খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট: May 25, 2025 |
inbound8088230701918223181
print news

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের কথা মাথায় রেখে, স্বল্প ব্যায়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে খুলনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে গোবিপ্রবি প্রশাসন।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের বাবা-মা, স্বামী-স্ত্রীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় প্রদান করবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

আজ রবিবার (২৫ মে) দুপুর ১২ টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে উপাচার্যের বাসভবনে (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এই চুক্তির ফলে গোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলারের খুলনা শাখায় সকল ল্যাব পরীক্ষায় ৩০ ভাগ এবং সকল ধরনের রেডিওলজি এন্ড ইমেজিং এ ২৫ ভাগ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় ২৭ ভাগ ছাড় পাবেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হুসেন এবং খুলনা পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষে শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল কবির।

Share Now

এই বিভাগের আরও খবর