সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান

আপডেট: May 28, 2025 |
inbound7580349560549858420
print news

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বুধবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে নোটিশ দেওয়া হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দিয়েছেন। তবে আরও যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে সর্বসম্মত সিদ্ধান্তে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবারও দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি আবেদন জমা দিতে বলা হয়েছে।

তবে যাঁরা ইতোমধ্যে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

উল্লেখযোগ্যভাবে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের পর গত ২১ জানুয়ারি সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করে। এর মাধ্যমে উচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার পথ খুলেছে।

Share Now

এই বিভাগের আরও খবর