আজহারুল ইসলামের মুক্তিতে বগুড়ায় জামায়াতের শুকরিয়া দোয়া ও ইয়াতিমদের খাবার বিতরণ

আপডেট: May 28, 2025 |
inbound4155355864912336619
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম মানবতার বিরোধী মামলায় বেকসুল খালাস পাওয়ায় মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

২৮ মে (বুধবার) বাদ আসর বগুড়া শহর ও জেলা জামায়াতের উদ্যোগে বাইতুর রহমান সেন্টাল মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে শেখ ফরিদ ইয়াতিম খানার ইয়াতিমদের নিয়ে দোয়া ও খাবার বিতরণ করা হয়।

দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল,শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যক্ষ আব্দুল হামিদ বেগ,এ্যডভোকের শাহীন মিয়া, এ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজগর আলী,নিজাম উদ্দিন, মিজানুর রহমানসহ প্রমূখ।
খাবার বিতরণের পূর্বে ইয়াতিমদের নিয়ে দোয়া করে শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন।

Share Now

এই বিভাগের আরও খবর