সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ওসি জামিরুল ইসলাম

আপডেট: May 28, 2025 |
inbound7033816552230726876
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বুধবার (২৮ মে) সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

ছাত্রীদের সাথে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। তিনি ছাত্রীদের আরও বলেন, বিদ্যালয়ের সামনে, আশেপাশে এবং বিদ্যালয়ে আসা বা যাওয়ার পথে কেউ যদি বিরক্ত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রীদের পিতা-মাতা ও শিক্ষক মণ্ডলীদের সাথে ভালো আচরণ ও মন দিয়ে পড়াশোনা করার অনুরোধ জানান তিনি।

এ সময় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম সবুজ, শিক্ষক প্রতিনিধি ইউনুস আলী, শিক্ষক মণ্ডলী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর