বগুড়ায় ৭ মাসের শিশু তাহসিনের রহস্যজনক মৃত্যু


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলীতে তাহসিন (৭ মাস) নামের এক শিশুর পানিতে ডুবে রহস্যজনক মৃত্যু হয়েছে।
২৮ মে (বুধবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজালাধীন দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত তাহসিন উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের সৌরভ ইসলামের ছেলে।
তাহসিনের জ্যাঠা রুবেল মিয়া জানান,সকালে তার মেয়ে রুহা মনি ও ভাতিজা তাহসিনকে নিয়ে তার অটোভ্যানে উপর খেলছিল।
এ সময় পাশের বাড়ির সাইদুলের মেয়ে কুলছুম এসে তাহসিনকে নিতে চায়। রুবেল মিয়া তার মেয়েকে সাবধান করে দেন যেন কুলছুমের কাছে শিশুকে না দেয়।
কিন্তু কিছুক্ষণ পর কুলছুম শিশুটিকে নিয়েই চলে যায়।পরে কাজ থেকে ফিরে তিনি জানতে পারেন,বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন,কুলছুমই তাহসিনকে হত্যা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ বলেন,”শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্হলে যায়। প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।
বিষয়টিতে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ব্যবস্হা নেওয়া হয়েছে। পরিবার থেকে যে অভিযোগ এসেছে, তার আলোকে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান জানান,এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
অভিযুক্ত কিশোরী কুলছুম ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
আর মনয়া তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে ব্যবস্হা নেওয়া হবে।