শুধু সিগারেটের নয়, দাম বাড়ছে চকলেটেরও

আপডেট: June 2, 2025 |
inbound3570918355215776086
print news

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে, যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

আজ সোমবার জাতীয় সংসদে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করবেন, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও টেলিভিশন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এতে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূসক (ভ্যাট) বাড়ানো বা কমানোর প্রস্তাব আসতে পারে, যার ফলে কিছু পণ্যের দাম কমে আসতে পারে। আবার কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে।

দাম বাড়ার প্রস্তাব:

সুতা: দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ওপর ভ্যাট প্রতি কেজিতে ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হচ্ছে।

লিপস্টিক: নারীদের সৌন্দর্যবর্ধক এই পণ্যের আমদানিতে শুল্ক ২০ ডলার থেকে বাড়িয়ে ৪০ ডলার করা হচ্ছে প্রতি কেজিতে।

চকলেট: আমদানিকৃত চকলেটের শুল্কায়নের ন্যূনতম মূল্য ৪ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার নির্ধারণের প্রস্তাব।

স্টেইনলেস স্টিল ব্লেড: উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ।

বাস-ট্রাক বডি: বডি তৈরির ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব।

প্লাস্টিকের গৃহস্থালি ও টয়লেট সামগ্রী: উৎপাদনে ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ।

সিগারেট পেপার: সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ।

মার্বেল-গ্রানাইট: বাসা-বাড়ির মেঝেতে ব্যবহৃত মার্বেল-গ্রানাইট পাথর আমদানির সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে, ফলে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

হেলিকপ্টার : আগে হেলিকপ্টার আমদানিতে কোনো শুল্ক ছিল না, নতুন অর্থবছরে ১০ শতাংশ আমদানি শুল্ক বসানোর প্রস্তাব রয়েছে, যা আমদানির খরচ বাড়াবে।

দাম কমার প্রস্তাব:

আইসক্রিম: সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর