২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন

আপডেট: June 2, 2025 |
inbound186513536883488456
print news

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে, প্রথম দফার আলোচনায় কিছু বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়ায় তা নিরসনের লক্ষ্যে আজ থেকেই দ্বিতীয় দফার সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় দফার এই সংলাপে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন নিয়ে গঠিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

প্রথম ধাপের সংলাপে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর