ঢাকা ও গাজীপুরে পৃথক ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন

আপডেট: June 2, 2025 |
inbound586238163775393871
print news

ঢাকা ও গাজীপুরে পৃথক ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এখন পর্যন্ত দুজনের পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক এইচ এম এ বাশার জানান, রোববার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর নাখালপাড়া-মহাখালী রেলগেট এলাকার ‘পাগলার পুল’-এর কাছে এক অজ্ঞাতনামা (৪০) যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রাত সোয়া ১টার দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি।

এ সময় একই এলাকায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার বয়স আনুমানিক ৩০ বছর এবং নাম আতিক বলে জানা গেলেও পূর্ণ পরিচয় মেলেনি।

অন্যদিকে, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, টঙ্গী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে সুমা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় তার দেহ দ্বিখণ্ডিত হয়। নিহত সুমা নেত্রকোনার আটপাড়া উপজেলার দিয়ার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম যতন এবং স্বামীর নাম মো. রানা।

পুলিশ জানিয়েছে, পৃথক এসব ঘটনায় তদন্ত চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর