ড. ইউনূস-তারেক বৈঠক: লন্ডনে গেছেন আমীর খসরু

আপডেট: June 11, 2025 |
boishakhinews24.net 124
print news

আসন্ন ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার মধ্যে লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জানান, “খসরু ভাই লন্ডনে যাচ্ছেন মূলত তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকের প্রস্তুতি ও সমন্বয় করতে।”

আগামী শুক্রবারের এই বৈঠককে বিএনপি রাজনৈতিক ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান সংকট নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

Share Now

এই বিভাগের আরও খবর