এডিস মশা ঠেকাতে দ্বিগুণ কীটনাশক ছিটাবে ডিএসসিসি

আপডেট: June 11, 2025 |
boishakhinews24.net 125
print news

এডিস মশা ও করোনাভাইরাস প্রতিরোধে ‘একগুচ্ছ পদক্ষেপ’ নেওয়ার কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার সকালে ‘জরুরি সভায়’ এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এইডিস মশার বিস্তার রোধে করণীয় নির্ধারণ, কর্মপরিকল্পনা প্রণয়ন ও করোনা প্রতিরোধের বিষয়ে ঢাকা ওয়াসার সম্মেলন কক্ষে এ সভা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি এলাকায় ‘ফগার মেশিনে’ ৩০ লিটারের পরিবর্তে ৬০ লিটার কীটনাশক ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। ‘তাৎক্ষণিক ফল’ পেতে আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

ডিএসসিসি বলছে, অঞ্চলভিত্তিক ডেঙ্গু মনিটরিং টিম গঠনের সিদ্ধান্তও হয়েছে। মশকনিধন কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা, কীটনাশকের সঠিক পরিমাণ যাচাই, অভিযান চালানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে এ কমিটি কাজ করবে।

কমিটিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় ডেঙ্গু ও করোনা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফারিয়া ফয়েজকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনীত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের মধ্যে কীটতত্ত্ববিদদের সমন্বয়ে নগর ভবনে ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার হবে। প্রতিদিনের ডেঙ্গু আক্রান্ত রোগীদের হালনাগাদ তথ্য প্রকাশ হবে ডিএসসিসির ওয়েবসাইটে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, করপোরেশন সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিশাত পারভীন উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর