বাংলাদেশে ইতিহাসের সুন্দরতম নির্বাচন হতে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

আপডেট: June 11, 2025 |
boishakhinews24.net 126
print news

লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক নীতি সংলাপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।” বুধবার (১১ জুন) লন্ডনের সময় বেলা ১১টায় সংলাপের মূল বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিজ বাজপাই ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংলাপে কূটনীতিক, গবেষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Share Now

এই বিভাগের আরও খবর