দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আপডেট: June 14, 2025 |
inbound6311849027801653183
print news

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সফরে অধ্যাপক ইউনূস অংশ নিয়েছেন একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে, অর্জন করেছেন সম্মাননা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ।

বৃহস্পতিবার তিনি ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। সকালে রাজার সঙ্গে তার একান্ত বৈঠকেও বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সফরের শুরুতে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস।

এরপর যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল, বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস, হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক হয় তার।

সফরের শেষদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠক হয় প্রধান উপদেষ্টার। বৈঠকে চলমান সংস্কার, গণহত্যার বিচার এবং আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়।

সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়ার বিষয়টিও ছিল অগ্রাধিকার তালিকায়। একই দিনে ব্রিটিশ জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ নিয়ে অ্যাডমিরাল ডেপুটি জেরেমি চার্চার ও কমোডর হোয়্যালির সঙ্গে বৈঠকে অংশ নেন অধ্যাপক ইউনূস। এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা হয়েছে।

সফরের শেষদিনে লন্ডনে এক ইন্টারঅ্যাকটিভ অধিবেশনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ ছাড়া তিনি চ্যাথাম হাউজ আয়োজিত ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতা’ শীর্ষক আলোচনায় অংশ নেন।

চার দিনব্যাপী এই সফরকে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বেশ ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর