আন্দোলন চলবে, চালু থাকবে জরুরি নাগরিক সেবা: ইশরাক

আপডেট: June 15, 2025 |
inbound2770250889326276959
print news

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, একইসঙ্গে আন্দোলনও চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না। এই সময় তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানান তিনি।

রোববার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুসারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।

গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। তাই সরকারকে বলব, দ্রুত এ বিষয়ের সমাধান করুন।

তিনি বলেন, এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এ মামলার রায়েই প্রমাণিত হয়েছে।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারকে দ্রুত এ বিষয়টি সমাধান করতে হবে। নগর ভবনে নাগরিকদের জরুরি সেবা চালু থাকবে।

আন্দোলনও চলতে থাকবে। জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না।

Share Now

এই বিভাগের আরও খবর