বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন (রোববার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ পূর্ণমিলনীর আয়োজন করা হয়।
ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জান, সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।এসময় আরোও উপস্থিত ছিলেন, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা আব্দুল মান্নানসহ জায়ায়াতে ইসলামীর বিভিন্ন রোকন ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।