এস আলমের আরও ২০০ একর জমি জব্দের আদেশ

আপডেট: June 17, 2025 |
inbound7615671107993794555
print news

মানি লন্ডারিংয়ের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ২০০ দশমিক ২৬ একর জমি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জমিগুলোর দলিলমূল্য ১৮০ কোটি ৬১ লাখ টাকা।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুল আলম ও সংশ্লিষ্টরা নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে বিধিবহির্ভূত ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন।

তারা এখন এসব স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। তদন্তের আগেই সম্পত্তি স্থানান্তর হলে পরে তা উদ্ধার করা কঠিন হবে—এই যুক্তিতে জমিগুলো জরুরি ভিত্তিতে জব্দের আদেশ চাওয়া হয়।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুল আলম ও সংশ্লিষ্টরা নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে বিধিবহির্ভূত ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন।

তারা এখন এসব স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। তদন্তের আগেই সম্পত্তি স্থানান্তর হলে পরে তা উদ্ধার করা কঠিন হবে—এই যুক্তিতে জমিগুলো জরুরি ভিত্তিতে জব্দের আদেশ চাওয়া হয়।

আদালত তা মঞ্জুর করে এস আলম ও সংশ্লিষ্টদের জমি জব্দের নির্দেশ দেন।

Share Now

এই বিভাগের আরও খবর