কিছু ফ্যাসিবাদের দোসরা ছাত্ররাজনীতি নিষিদ্ধের পায়তারা করছে: রাকিব

আপডেট: June 20, 2025 |
rakib
print news

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিব শিকদার বলেছেন, ইউজিসির দোহাই দিয়ে টাকার বিনিময়ে কিছু ফ্যাসিবাদের দোসরা ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পায়তারা করতেছে। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে রাজনীতি বন্ধ করা যায় তাহলে ভবিষ্যতে কেউ আর রাষ্ট্রের ভালো জায়গায় নেতৃত্ব দিতে পারবে না এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরীদের মনোবল ভেঙে যাবে। মনোবল ভেঙে দিতে পারলেই তাদের উদ্দেশ্য সফল। তাহলে ভবিষ্যতে কেউ স্বৈরাচার হয়ে উঠলে আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা প্রতিবাদ করবে না এমন অপকৌশল নিয়ে আগাচ্ছে চক্রটি।

শুক্রবার একান্ত আলাপচারিতায় রাকিব শিকদার এ কথা  বলেন।

রাকিব বলেন, সকলকে মনে রাখা উচিত জুলাই-আগস্টের রক্তে ভেজা পথ বেয়ে যখন আপনি আজ মুক্ত পরিবেশে সভা করেন, তখন মনে রাখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লাশ হয়ে সে পথ তৈরি করে দিয়েছে ।

রাকিব আরও বলেন, কখনও বলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্বতন্ত্র মনোজগতে বাস করে, আত্মকেন্দ্রিক শিক্ষার্থীরা দেশের প্রতি তেমন দায়িত্ব পালনে অনাগ্রহী। তাদের আবাসিক হল নেই, ভালো শিক্ষকের সংস্পর্শ পাওয়ার সুযোগ কম। শিক্ষার অনেক কিছু থেকেই তারা পিছিয়ে। সনদ-সর্বস্ব বিশ্ববিদ্যালয় থেকে তারা জীবনের দর্শন থেকে যোজন দূরে। মূল্যবোধ ও আদর্শের চর্চায় অগ্রপথিক নয় কখনো কখনো।

অন্যদিকে স্বায়ত্তশাসিক ও সরকারি শিক্ষার্থীরা বিদ্যাতায়নে অনেক সুযোগ পায়। আবাসিক হল থেকে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে জীবণাচরণের বিবিধ সম্মিলন ঘটায়। সংকটকালে দেশের ধ্বজা ধরে রাখে-জীবন দিতেও কাপর্ণ্যবোধ করে না। এসব বচনের অনেকটাই চাওর হয়েছে দীর্ঘদিনের বয়ানে। কিন্তু এবারের বৈষম্যবিরোধী আন্দোলনে একটা জিনিস পরিস্কার হয়ে গেছে-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রস্তুত দেশের কল্যাণে-প্রয়োজনে জীবন দিয়ে হলেও। বিন্দুমাত্র দ্বিধা নেই জীবনসংহারে। বুকের তাজা রক্ত আর দুর্বার সাহস তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তবুও গনঅভ্যুত্থান পরবর্তী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবহেলা করে যাচ্ছে একটি অসাধু চক্র। যাদের আত্মত্যাগের বিনিময় আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তাদেরকে কী মূল্যায়ন করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন রেখেছেন তিনি।

কিন্তু অনেকে হয়তো ভুলে গেছে কেউ যদি স্বৈরাচার হয়ে উঠার চেষ্টা করে ,দেশের স্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ২৪ এর মতো নিজদের জীবন বিলিয়ে দিতে কৃপণতা করবে না।
একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সচেতন সাধারণ শিক্ষার্থী হিসাবে দেশ প্রেমিক সাধারণ শিক্ষার্থীদের বলবো দেশের স্বার্থে আপনারা এগিয়ে আসুন বাংলাদেশকে নেতৃত্ব দিন, এদেশকে এগিয়ে নিয়ে যান। ২৪ পরবর্তী সপ্নের সোনার বাংলাদেশ গড়তে আপনাদেরকে খুবই প্রয়োজন, আপনারা আপনাদের অধিকার আদায় করে নিন। রাজনৈতিক ভাবে সচেতন হোন,নিজদের অধিকার নিজেরা বুঝে নিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে রাষ্ট্রের নীতিনির্ধারকদের বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনে কাজে লাগাতে হবে। যেভাবে আপনাদের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে জীবনের মায়া ত্যাগ করে গনঅভ্যুত্থান গঠিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ছে, সেই বাংলাদেশে দেশপ্রেমিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা দায়িত্বে থাকলে বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব পাহারাই থাকবে ।

Share Now

এই বিভাগের আরও খবর