রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: June 21, 2025 |
inbound2730839144727025437
print news

রাজধানীর নতুনবাজার এলাকায় বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা নতুন বাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কের মূল রাস্তায় অবস্থান নিলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে, বিপরীত দিকে যান চলাচল কিছুটা হলেও সীমিত থাকে।

নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেন, তাঁদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে।

অবরোধস্থলে শিক্ষার্থীরা ‘হয় বহিষ্কার বাদ যাবে, না হয় আমার লাশ যাবে’, ‘প্রত্যাহার বহিষ্কার, তারপর হবে সংস্কার’, ‘পা চাটলে পুরস্কার, না চাটলে বহিষ্কার’, ‘বহিষ্কার প্রত্যাহার, করতে হবে করতে হবে’, ‘অথরিটি স্বৈরাচার, এবার তোরা গদি ছাড়’, ‘প্রাইভেট খাতে শিক্ষাকর, করতে হবে প্রত্যাহার’, ‘১ ২ ৩ ৪, প্রাইভেট সংস্কার’, ‘প্রাইভেট সব মাঠে থাক, সিন্ডিকেট নিপাত যাক’সহ নানা স্লোগান দেন।

এই আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের বড় অংশ সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ তাদের ১৩ দফা যৌক্তিক দাবি উপেক্ষা করছে এবং আন্দোলন দমনে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করলে টিউশন ফি পুরোপুরি ফেরত দেয়ার প্রস্তাব দিলেও অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া জানান, তারা ইউআইইউর ট্রাস্টি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, “আমরা চাই কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত না হোক।”

Share Now

এই বিভাগের আরও খবর