শিবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: June 26, 2025 |
inbound5585669536040550948
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়” এই পতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।

২৫ জুন (বুধবার) সকাল থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরু হয় বর্ণাঢ্য মধ্য দিয়ে।

উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‍্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম মৎস্য কর্মকর্তা ওলি উল ইসলাম, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর শুকুর,মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার , জহুরুল ইসলাম, আব্দুল হাকিম,শিবগঞ্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ সহ অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর