১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আপডেট: June 29, 2025 |
inbound3515120692170977315
print news

আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“স্মার্ট বাংলাদেশ: আমাদের স্বপ্ন, উন্নত সমাজ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা”। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নানা বর্ণাঢ্য কর্মসূচি।

 

সকাল ১০টায় টিএসসি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন।

সকাল ১০:৩০টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবা নাসরিন। এছাড়াও বক্তব্য দেবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাচার।

বিকেল ৩টায় “স্মার্ট বাংলাদেশ: আমাদের স্বপ্ন, উন্নত সমাজ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা” শীর্ষক মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন।

একই দিনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে তরুণ সমাজকে ঘিরে বিশেষ আলোচনা সভা—“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা”। আর সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেবেন।

উল্লেখযোগ্যভাবে, দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এ কর্মসূচিগুলো ২৯ জুন ২০২৫ তারিখে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির চূড়ান্ত সভায় গৃহীত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর