বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের আত্মপ্রকাশ

আপডেট: June 30, 2025 |
inbound3041661752582961984
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব ’ নামে একটি নতুন ক্রীড়া সংগঠন গঠিত হয়েছে।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে ২৯ জুন, যা আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহিন তাশদীদ এবং ফেরদৌস শাহরিয়ার স্মরণ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুমন হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আদিত্য রায় সবুজ, মোঃ মামুন রেজা এবং আলমগীর আদর।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জাকির সরকার জীম, মোঃ শামীম জাহান হিরন, মোঃ তানভীর আহমেদ দিদার ও মোঃ ইমরান হোসেন।

দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সানজিদ সরকার সারণ। প্রচার সম্পাদক হয়েছেন মোঃ মেরাজ হোসেন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবতাহী সামীন। কোষাধ্যক্ষ পদে রয়েছেন সাকিব হোসেন।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাফায়েত হোসেন শুভ, মোঃ রাসেল মিয়া, সজীব দাস এবং মোঃ শরিফুল ইসলাম।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে।

আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল গঠন, খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি, ক্যাম্পাসে ক্রীড়া সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও ইভেন্ট আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, এই ক্লাবের মাধ্যমে ক্রীড়া কার্যক্রমের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও বেরোবির ক্রীড়াবান্ধব ভাবমূর্তি গড়ে উঠবে।

Share Now

এই বিভাগের আরও খবর