বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষর্থী মোস্তাকিম নিহত

আপডেট: July 6, 2025 |
inbound8550824803720080502
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ট্রেনের ধাক্কায় সরকারি আজিজুল হক কলেজর শিক্ষার্থী রাকিব হোসাইন মেস্তাকিম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

০৬ জুলাই (রবিবার) বেলা তিনটার দিকে বগুড়া শহরের ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত কলেজ শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম জয়পুরহাট জেলার ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা।

তিনি সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের অধ্যয়নরত ছিলেন৷

এছাড়াও তিনি জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন, বগুড়া (জেসাব) এর ক্রিড়া সম্পাদক ছিলেন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ৷ এসআই শফিকুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে সান্তাহার থেকে বগুড়াগামী কমিউটার নাইটি আপ ট্রেনের ধাক্কায় ওয়াপদা গেইট এলাকায় ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান৷ এতে মোস্তাকিমের মোটরসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেল লাইন পার হতে যাচ্ছিলেন। এমন সময় অসাবধানতায় ট্রেনের লাইনের কাছাকাছি মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যায়।

দ্রুতগতির ট্রেনটির ধাক্কায় মোস্তাকিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে মোস্তাকিমের পেছনে থাকা আরেক যুবক মোটরসাইকেল থামানোর সাথে সাথেই নেমে নিরাপদ দুরত্বে চলে যাওয়ায় তার কোন ক্ষতি হয়নি।

এসআই শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর