বগুড়ার শিবগঞ্জে আশুরা’র শোক মাতন ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত

আপডেট: July 6, 2025 |
inbound2807307790677938765
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ পবিত্র আশুরা উপলক্ষে কারবালার স্মরণে বগুড়ার শিবগঞ্জে মিলাদ মাহফিল, তাজিয়া মিছিল ও শোক মাতম অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই (রোববার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর মোহাম্মদপুর ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনে আয়োজনে শিয়া সম্প্রদায়ের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে শোক মিছিলের পূর্বে সমাবেশে আশুরার তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন মাও. হাফেজ মেহেদী হাসান, মাওঃ মোজাফ্ফর হোসেন, নাটোর সুগার মিলের সাবেক জিএম সাবেক মীর সিদ্দিকুর রহমান, রাজশাহী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রফেসর আ.জ.ম মনিরুল ইসলাম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর সহকারী প্রফেসর মোঃ টিপু সুলতান, মাও. ড. আব্দুল হান্নান, মাও. শাহিনুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ এর প্রভাষক শাহিনুর রহমান প্রমূখ।
পরে ভক্তদের হায় হোসেন হায় হোসেন ধ্বনিতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ হিজরি সাল অনুসারে ১০ই মহরম তথা আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন।

ঘটনাবহুল এ দিনে বর্তমান ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন।

তাজিয়া মিছিলে শামিল ভক্তরা শোকের গান গায়। এছাড়া অনেকেই বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর