ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল

আপডেট: July 7, 2025 |
boishakhinews24.net 5
print news

ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বলেন, নির্বাচন ও ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হজরত শাহজালাল (রা.) মাজার জিয়ারাত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সিলেটে এসে পৌঁছান তিনি।

বিএনপি মহাসচিব যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করবেন।

আজ দুপুর ২টায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের শিকার সিলেটের সব শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর