বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই জিতেছে পাকিস্তান: আকমল

আপডেট: July 25, 2025 |
inbound8140780905903955609
print news

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। এই ম্যাচে বাংলাদেশ একাদশে ৫টি পরিবর্তন আনে। এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ৭৪ রানের জয় পায় এবং হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়।

এই জয়কে বাংলাদেশের দান হিসেবেই দেখছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ দিয়েছে।

আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রান এবং নিজেরা ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। তবে ওরা (বাংলাদেশ) মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল, অর্জন করেছি। এখন যারা (একাদশের) বাইরে আছে তাদের সুযোগ দিই।’

আকমলের মতে, পুরো সিরিজেই বাংলাদেশ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে, যা পাকিস্তানের জন্য লজ্জাজনক। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে।

সেটিও পাকিস্তানের সঙ্গে, যারা একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গেও কিন্তু নয়। দেখুন পাকিস্তান দলকে এখন কীভাবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রিট করে। লজ্জার কথা শুধু এটুকুই বলবো, আর কিছু বলবো না।’

শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং কম্বিনেশন নিয়েও মন্তব্য করেন আকমল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচেই লেফট এবং রাইট হ্যান্ডেড কম্বিনেশন বানানো উচিৎ ছিল। আপনি ফখর ও সাইমকে একসঙ্গে খেলিয়ে তাদেরকে ও তাদের স্পিনারদের সুযোগ দিয়েছেন।

আপনি যদি শাহিবজাদা ফারহানকে খেলাতেন তাহলে হয়তো বাংলাদেশের স্পিনাররা পাকিস্তানের ব্যাটারদের এত বিপদে ফেলতে পারতো না। তখন কম্বিনেশনও ভালো হতো।’

Share Now

এই বিভাগের আরও খবর