জাল টাকায় প্রতারিত রইস উদ্দিনকে হজ করতে পাঠালেন অপু বিশ্বাস

আপডেট: July 25, 2025 |
boishakhinews 84
print news

পবিত্র ওমরাহ হজ পালন করতে মক্কায় গেলেন গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করা সেই বৃদ্ধ রইস উদ্দিন। আর তার সফর সম্ভব হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সহায়তায়।

গত ঈদুল আজহার আগে উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালন গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ। একজন ক্রেতা তাকে দেন ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট।

প্রতারণার ভয়াবহতায় বাকরুদ্ধ হয়ে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে অপু বিশ্বাস রইস উদ্দিনের ওমরাহর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন।

এই নায়িকার অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন রইস উদ্দিন।

রওনা হওয়ার আগে রইস উদ্দিন বলেন, ‘অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে।’

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘তিনি আমার বাবার বয়সী।

আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

Share Now

এই বিভাগের আরও খবর