সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

আপডেট: July 30, 2025 |
inbound1002080895717816822
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় আদালত ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মামলায় মোট ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সবাইকে সাজা দেওয়া হয়েছে।

এর মধ্যে ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে জমি নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে প্রতিপক্ষ সাইফুল গং এক্সকাভেটর দিয়ে মাটি কাটছিলেন।

বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনায় সুমেলের বাবা ও চাচাসহ আরও কয়েকজন আহত হন।

ঘটনার তিনদিন পর ৩ মে নিহতের চাচা ইব্রাহিম আলী সিজিল বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে গাফিলতির অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর ও এসআই ফজলুল হককে ক্লোজ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আদালতে ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণা করেন।

মামলার প্রধান আসামি সাইফুল দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। মামলার আরেক আসামি মামুনুর রশীদ এখনও পলাতক রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর