ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

আপডেট: July 30, 2025 |
inbound6941657975097897043
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করে।

প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন। অর্থাৎ, মোট ভোটারের মধ্যে ছাত্র ৫২ শতাংশ এবং ছাত্রী ৪৭ শতাংশের বেশি।

ছাত্রী ভোটারদের মধ্যে হলভিত্তিক সংখ্যা:

রোকেয়া হল: ৫,৬৭৬

শামসুন নাহার হল: ৪,০৯৮

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল: ২,১০৮

কবি সুফিয়া কামাল হল: ৪,৪৯৫

ফজিলাতুন্নেছা মুজিব হল: ২,৬৫১

ছাত্র ভোটারদের মধ্যে হলভিত্তিক সংখ্যা:

অমর একুশে হল: ১,৩১৯

কবি জসীমউদ্‌দীন হল: ১,২৯৮

জগন্নাথ হল: ২,২৫৪

শেখ মুজিবুর রহমান হল: ১,৬০০

শহীদুল্লাহ হল: ২,০১৭

ফজলুল হক মুসলিম হল: ১,৭৭৯

বিজয় একাত্তর হল: ২,০১৩

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ১,৭৩৫

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ১,৯৬১

সলিমুল্লাহ মুসলিম হল: ৫৫৯

মাস্টারদা সূর্যসেন হল: ১,৪৯৫

স্যার এ এফ রহমান হল: ১,৪৮০

হাজী মুহাম্মদ মুহসীন হল: ১,৩৯৪

তালিকাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল হলের নোটিশ বোর্ডে এবং বিভাগ ও ইনস্টিটিউটসমূহে পাঠানো হয়েছে।

ভোটার তালিকা নিয়ে আপত্তি জানাতে হলে আগামী ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা দাখিল করতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।

Share Now

এই বিভাগের আরও খবর