বেরোবিতে ফাইল ট্র্যাকিং নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: July 30, 2025 |
inbound9009095838685033734
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ফাইল ট্র্যাকিং সিস্টেমের যথাযথ ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় উপাচার্য বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম এর মাধ্যমে ফাইল হস্তান্তর, প্রক্রিয়াকরণ ও নিস্পত্তির সময় অনেক কমে আসবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন সিস্টেমটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এ ধরনের কর্মশালা থেকে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ।

এ সময় ফাইল ট্র্যাকিং সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেন বেরোবি আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর