ধানমন্ডিতে গাছের চাপায় অটোরিকশা চালক গুরুতর আহত

আপডেট: August 1, 2025 |
522
print news

বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা তিনটি গাড়ির ওপর পড়েছে রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের চাপায় অটোরিকশার একজন চালক গুরুতর আহত হয়েছেন। ওই চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ফুটপাতে থাকা গাছটি যখন সড়কে পড়ে যায়, তখন সেখানে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল। ওই প্রাইভেট কারসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর গাছটি পড়ে। গাছের নিচে একটি অটোরিকশার মধ্যে চালক আটকা পড়ে যান। ফায়ার সার্ভিসের সহায়তায় অটোরিকশার গ্রিল কেটে তাঁকে উদ্ধার করা হয়।

 প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি সড়কে পরায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়কে যান বন্ধ থাকে। পরে গাছ কেটে রাতে অর্ধেক রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর