বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় নাাঈম গ্রেফতার

আপডেট: August 3, 2025 |
inbound2749979923392600484
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া কর্তৃক বগুড়া জেলার সদর থানাধীন সিলিমপুর উত্তর পাড়া এলাকায় র‍্যাব-১২ এর অভিযানে বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে বাধাদান, ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানোর নাশকতা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ নাঈম (২৮)- কে গ্রেফতার করা হয়েছে।

০৩ আগষ্ট (রোববার) গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা সদর থানাধীন ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় আসামীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে নাঈমকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ ফারহান-উজ-জামানের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে বাধাদান, ককটেল নিক্ষেপ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুরুতর আহত করায় বগুড়া জেলার সদর থানায় একটি মামলা নথিভূক্ত করা হয়।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া উক্ত নাশকতা মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে একটি চৌকষ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।

তদন্ত সাপেক্ষে জানতে পারে যে, মোঃ নাঈম বগুড়া জেলার সাবেক ছাত্রলীগের সভাপতির পিএস,
বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টি করায় তার বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানার মামলা নং- ৩৭, তারিখ-১২/০৯/২০২৪ ইং ধারা- ১৪৩/৩২৩/৩৫৪/১১৪ দঃ বিঃ তৎ সহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ রুজু হয়।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে, উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৩ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় উক্ত আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় আসামীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ নাঈমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ ফারহান- উজ- জামান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর