বর্তমান ইসি মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি

আপডেট: August 3, 2025 |
inbound2776275005126006592
print news

নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং দলীয় উর্দি পরে এক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা তাদের এখনও সংশোধনের সুযোগ দিচ্ছি।”

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি, আর এখন ভোট গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইসি।

তিনি বলেন, “ইসি যদি সামরিক ও দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না নিতে চায়, তাহলে আমরা ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি।” তবে তিনি জানান, প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি এবং তারা নিয়মিত ইসির সঙ্গে যোগাযোগ রেখে ভুলগুলো দেখিয়ে দিচ্ছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় এনসিপি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। এ সময় দলের নিবন্ধন আবেদনের ঘাটতি পূরণে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। ইসির চিঠি অনুযায়ী, সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়— এমন প্রত্যয়ন ও প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর