গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল গণমিছিল

আপডেট: August 6, 2025 |
inbound8183107990733175047
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে বিশাল গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে থেকে মিছিলটি বের করা হয়। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাচুর মোড়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন  জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ, শহর শাখার আমীর আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মুহাঃ ইমরান হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম, জেলা শিবিরের সভাপতি তারেক হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম  প্রমুখ।

বক্তারা বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আত্নত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের চেতনা আমাদের মনে ধারণ করে চলতে হবে।

তাহলে আমরা একটি দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। সেই সাথে জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।

Share Now

এই বিভাগের আরও খবর