অনেক বছর পর জবি প্রেসক্লাবে নারী নেতৃত্ব

আপডেট: August 9, 2025 |
inbound8309416985764467543
print news

জবি প্রতিনিধি: অনেক বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদে আসলো নারী নেতৃত্ব।

২০২৫-২৬ নির্বাচনে দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের সাংবাদিক ফাতেমা আলী।

সংগঠনের দীর্ঘ ইতিহাসে নারীর অংশগ্রহণ বরাবরই সীমিত ছিল, আর এবার একজন নারী প্রতিনিধি নেতৃত্বে আসায় বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক নতুন কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।

সভাপতি হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।

দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

ইতোমধ্যেই তিনি সাংবাদিকতায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ক্যাম্পাসের নানা সমস্যা, শিক্ষার্থীদের অধিকার, নারী নিরাপত্তা ও সামাজিক সচেতনতা নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করায় তিনি সহপাঠী ও সিনিয়র সাংবাদিকদের প্রশংসা কুড়িয়েছেন।

তার নির্বাচিত হওয়াকে অনেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় নারীর ক্ষমতায়নের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে মনে করছেন।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি হয়েছেন ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনের রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক সারাবাংলা ডট নেটের আবু সুফিয়ান সরকার শুভ, অর্থ সম্পাদক বার্তা ২৪-এর সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন রাইজিং বিডির লিমন ইসলাম ও দ্যা ডেইলি ক্যাম্পাসের জুনায়েদ মাসুদ।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে।

আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।”

এসময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময়ই কাজ করে এসেছে।

নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।”

নিজের প্রতিক্রিয়ায় ফাতেমা আলী বলেন,“জবি প্রেসক্লাবের মতো একটি সংগঠনে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়।

আমি চেষ্টা করব দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতার মাধ্যমে শুধু প্রেসক্লাব নয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর হতে।”

শিক্ষার্থীরা বলছেন, নতুন নেতৃত্বে যেমন অভিজ্ঞতা ও উদ্যম আছে, তেমনি নারী নেতৃত্বের উপস্থিতি একটি ইতিবাচক বার্তা দেবে—বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় নারী-পুরুষ সমানভাবে নেতৃত্ব দিতে পারে।
তানিয়া শবনম (জবি)

Share Now

এই বিভাগের আরও খবর