জবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সাথে শাখা ছাত্রদলের সাক্ষাৎ

আপডেট: August 10, 2025 |
inbound6553120156532451104
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (১০ আগস্ট) বিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান হিমেল ও সসদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতা কর্মীরা নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেন।

এ সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ নবনির্বাচি সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমানকে ফুলের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জবি প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করে আসছে। নিরপেক্ষ ভাবে সততার সাথে এটাই করে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রেসক্লাবের সাংবাদিকরা কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি।’

প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘জবি প্রেসক্লাব সবসময় আপোষহীন ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

আশা করি সকল রাজনৈতিক দলের সহযোগিতায় শিক্ষার্থীদের স্বার্থে সৎ, বস্ত্রনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় সাধারণ সম্পাদক ইউছুব ওসমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী, অর্থ সম্পাদক সোহানুর রহমান, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ মাসুদ ও লিমনসহ অন্যান্য সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর