অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহীনসের ক্রিকেট যুদ্ধ শুরু


অস্ট্রেলিয়ার ডারউইনে জমজমাট আয়োজনে পর্দা উঠল টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ-২০২৫ এর। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ ‘এ’ দলকে চরম পরীক্ষার মুখে ঠেলে দিলো পাকিস্তান শাহীনস। ব্যাট হাতে ঝড় তুলে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে বিশাল ২২৭ রান। অর্থাৎ জিততে হলে সোহানদের করতে হবে ২২৮ রান।
টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। শাহীনসের দুই ওপেনার খাজা নাফে ও ইয়াসির খান প্রথম ১০ ওভারে বোলারদের রীতিমতো বিপর্যস্ত করে ফেলেন। ইনিংসের ১২তম ওভারে অবশেষে রান আউটের মাধ্যমে নাফেকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পায় টাইগার শিবির। ততক্ষণে তার ব্যাটে ৩১ বলে আসে দাপুটে ৬১ রান। দলীয় রান তখন ১১৮।
পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার ইয়াসির খান, ৪০ বলে ৬২ রানের মারকাটারি ইনিংস খেলে। কিন্তু এই দুই ব্যাটারের পরও থামেনি পাকিস্তানের রানের উৎসব। তিনে নামা আবদুল সামাদ খেলেন বিধ্বংসী ইনিংস, মাত্র ২৩ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটার সাইফ হাসানের এক ওভারেই হাঁকান চারটি ছক্কা, যা থেকে আসে ২৬ রান।
শেষদিকে সামাদের সঙ্গে তাল মিলিয়ে ইরফান খান খেলেন ছোট কিন্তু কার্যকর ক্যামিও, ১২ বলে করেন ২৫ রান। ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড হলেও তখন পাকিস্তানের সংগ্রহ ২০০ পেরিয়ে অনেক দূরে।
শেষ পর্যন্ত অপরাজিত থাকা আবদুল সামাদ ২৭ বলে ৫৬ রানে ইনিংস শেষ করেন। সব মিলিয়ে ২২৭ রানের বিশাল লক্ষ্য এখন তাড়া করার চ্যালেঞ্জে নামবে নুরুল হাসান সোহানের দল।