মান নিয়ন্ত্রণ সংস্থার কার্যকর ভূমিকাই শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সক্ষম: বেরোবি উপাচার্য

আপডেট: August 14, 2025 |
inbound8656094185424359995
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে হলে পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করতে হবে।

এজন্য প্রয়োজন একাডেমিক প্রোগ্রামের গুণগত মান যাচাই, উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ এবং আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছানোর রুপরেখা তৈরি করা।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় উপাচার্য আরো বলেন, শিক্ষা ও গবেষণার মান নিশ্চিতকরণ কার্যক্রম কেবল একটি প্রথাগত বিষয় নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া।

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান অনুকরণে একাডেমিক কারিকুলাম প্রণয়ন, দক্ষতা উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনকি দক্ষতার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শিক্ষার গুণগত মানের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ ‘রোল এন্ড কন্ট্রিবিউশন অব কোয়ালিটি অ্যাসিওরেন্স বডিস ইন বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর’ সম্পর্কিত বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর