রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট: August 14, 2025 |
inbound8479526320013454670
print news

অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে এ চার্জশিট দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক।

আদালত চার্জশিট গ্রহণ করে পেনাল কোডের ১২১/১২১(ক)/১২৪(ক) ধারায় সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার তামিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন।

সভায় দেশ-বিদেশের মোট ৫৭৭ জন অংশ নেন এবং তার প্রতি সমর্থন জানান। এই ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। পরবর্তী তদন্তে আসামির সংখ্যা বেড়ে ২৮৬ জনে দাঁড়ায়।

আদালতের আদেশে বিভিন্ন থানার ওসিদের নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় আওয়ামী লীগের মার্কিন শাখার সহ-সভাপতি রাব্বি আলমকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর