ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই, বন্ধ থাকলে ওয়েস্টিনে যাই: আসিফ মাহমুদ


স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝেমধ্যে রাতে কাজ শেষ হয়ে ভোর হয়ে যায়। তখন বাসায় খাওয়া-দাওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশির ভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। নীলা মার্কেট বন্ধ হলে তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।
এ কথা আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আসিফ মাহমুদ। তিনি জানান, গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না, বিষয়টি মনে নেই।
চাঁদাবাজির ঘটনায় সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে তার সঙ্গে মিলিয়ে দেখার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, এখনো কেউ প্রমাণ দিতে পেরেছে যে আমার সম্পৃক্ততা আছে। বরং যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদের সাক্ষাৎকার জোরপূর্বক নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে। এটি পরিবারের পক্ষ থেকে এসেছে এবং যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। যে সম্পর্ক আমাকে দিয়ে তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’