এশিয়া কাপে পাকিস্তান দল হতে বাদ পড়ল বাবর , রিজওয়ান

আপডেট: August 17, 2025 |
boishakhinews 32
print news

ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে পাকিস্তান, আফগানিস্তান ও আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এটি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এরপরই শুরু হবে এশিয়া কাপ, যা আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
দলের নেতৃত্বে থাকবেন সালমান আলী আঘা। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। নতুন উদীয়মান ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলি, হাসান নেওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকীম।

তবে চমকপ্রদ সিদ্ধান্তে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। নেই নাসিম শাহও।

পাকিস্তান দল :
সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকীম।

Share Now

এই বিভাগের আরও খবর