ডিআইইউ রংপুরিয়ান পরিবারের নেতৃত্বে লিটন-রিফাত

আপডেট: August 27, 2025 |
inbound3244829948154913854
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ডিআইইউ রংপুরিয়ান পরিবার-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হয়েছেন লিটন মাহমুদ (সিএসই) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান রিফাত (সিভিল)। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এ.টি.এম মাহবুবুর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাসেদ এবং ফার্মেসি বিভাগের প্রভাষক আদিবা ফিরোজ।

ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রকিবুল ইসলাম (আইন), জান্নাতুন নাহার (অর্থনীতি) ও মুহাম্মাদ আসিফ (সিএসই)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কালাম আজাদ কিরণ (সিএসই) এবং খাদিজাতুল কুবরা (ফার্মেসি)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমেদ রিয়াদ (বিবিএ)। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমি (সমাজবিজ্ঞান) ও এস এম রাফসান (ইইই)।

এছাড়া ক্রীড়া সম্পাদক হয়েছেন মুন্না (সিএসই), চাকরি ও ক্যারিয়ার সম্পাদক নাঈম (ইইই), ভ্রমণ সম্পাদক সাদ (ইংরেজি) এবং শিক্ষা সম্পাদক হয়েছেন হাসনাত (ফার্মেসি)।

অরাজনৈতিক ও অলাভজনক এ সংগঠনটির লক্ষ্য রংপুর বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সহযোগিতা জোরদার করা এবং যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো।

কমিটির সভাপতি লিটন মাহমুদ বলেন, “ইনশাআল্লাহ আহ্বায়ক কমিটি এই প্ল্যাটফর্মকে সুন্দরভাবে এগিয়ে নেবে। আগামী ১৫ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর