ব্রাজিলের এশিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত, প্রতিপক্ষ কারা

আপডেট: August 27, 2025 |
inbound5236822903216650412
print news

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডে আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। তবে বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে অন্তত ৬টি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। যা শুরু হতে হবে এশিয়া সফর দিয়ে।

মঙ্গলবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেই সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল।

সিবিএফ জানিয়েছে, চারদিনের ব্যবধানে এশিয়া সফরে দুটি ম্যাচ খেলবে আনচেলত্তির শিষ্যরা। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল।

একই স্ক্রিপ্ট অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের আগেও অনুসরণ করেছিল ব্রাজিল। নভেম্বর-ডিসেম্বরে তিতের অধীন সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল। সেই সময়ও খেলা গড়িয়েছিল আসন্ন প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যুতে।

সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এবারও সেই দুই ভেন্যুতে খেলবে দলগুলো।

ব্রাজিল জাতীয় দলের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়েতানো বলছেন, বিশ্বকাপের অন্যান্য আসরে জাপান ও কোরিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এসব লড়াই ভিন্ন ঘরানার, ভিন্ন স্কুল ও খেলোয়াড়দের মাঝে; যারা মাঠজুড়ে পরস্পরকে তাড়িয়ে বেড়ায়।

তিনি আরও বলেন, বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়রা প্রতিকূল পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপের জন্যও আমরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর