নজরুলের কবিতা মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছে: তারেক রহমান

আপডেট: August 27, 2025 |
inbound4907770131120094817
print news

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্যকর্ম দেশের মুক্তিকামী মানুষকে যুগে যুগে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘নজরুলের রচনা বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার কবিতা ও গান মানুষকে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে।’

জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা নিয়ে নজরুল আজও প্রাসঙ্গিক। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রধান কবি ও সংগীতজ্ঞ।

কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়েই বেড়ে ওঠায় তার লেখনীতে প্রতিবাদের ভাষা ছিল সহজাত। শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা তিনি কণ্ঠে ও কলমে তুলে ধরেছেন।’

তারেক রহমান আরও বলেন, ‘নজরুলের সাহিত্যকর্ম আমাদের সাহিত্য-সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তার গান ও কবিতা আজও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের প্রেরণার উৎস। বিদ্রোহী কবি হিসেবে তিনি আমাদের জাতীয় গর্ব।’

বাণীতে তিনি নজরুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, ‘মানবপ্রেমে উজ্জ্বল নজরুলের রচনা আমাদের চিরকাল স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।’

Share Now

এই বিভাগের আরও খবর