জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর

আপডেট: August 31, 2025 |
inbound5026875178669075305
print news

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে।

সন্ধ্যার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর