গোবিপ্রবির সীমানা নির্ধারণ ও নিরাপত্তা জোরদারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান 

আপডেট: September 1, 2025 |
inbound3919190752068326339
print news

গোবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি ) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণের দাবি জানিয়েছে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের

উপাচার্য বরাবর স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।এসময় শাখা ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দাবি জানোনো  হয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে এখনও সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণ সম্পূর্ণ হয়নি।  ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ শেষ করার জন্য জোর দাবি জানানো হয়েছে।

এছাড়াও, শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়,বর্তমানে সীমিত সংখ্যক আবাসিক হল থাকায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছে।

ছেলে-মেয়েদের জন্য অতিরিক্ত নতুন আবাসিক হল নির্মাণের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর