“জবি রেজিস্ট্রারের আক্রমণাত্মক মন্তব্য শিক্ষার্থীদের প্রতি”


তানিয়া শবনম, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাবিনা শারমিন প্রীতিভাতা (শিক্ষাবৃত্তি) প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে আক্রমণাত্মক ও অপেশাদার মন্তব্য করেন।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, সম্পূরক বৃত্তি ও আবাসন ইস্যুতে আলোচনার সময় কয়েকজন শিক্ষার্থী ট্রেজারার সাবিনা শারমিনের কাছে প্রীতিভাতা সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করলে তিনি উত্তরে ক্ষোভ প্রকাশ করেন।
১৮ তম আবর্তনের AIS বিভাগের শিক্ষার্থী রাফি বলেন ” হাফিজ, আশিকুর রহমান আকাশ ও খায়রুল ইসলাম স্বাধীন সহ আমরা বেশ কিছু শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে ট্রেজারার ম্যাডামের সঙ্গে সম্পূরক বৃত্তি প্রসঙ্গে কথা বলি।
এসময় ম্যাডাম বিভিন্ন কারণ তুলে ধরে নির্দিষ্ট সময় দিতে অপারগতা প্রকাশ করেন।আমরা নিজেদের বর্তমান প্রতিবন্ধকতামূলক জীবনের বাস্তবতা তুলে ধরলে ট্রেজারার বলেন- “তোমরা জাননা জগন্নাথে হল নাই ভর্তি হইস কেনো?শিক্ষার্থীরা তখন বলেন, “এত আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের ফাইল যদি মন্ত্রণালয়ের আটকে থাকে তাহলে তার থেকে ব্যর্থতা আর কিছু নেই। আমাদের পেটে ভাত নেই।”
এর জবাবে ট্রেজারার তৎক্ষণাৎ বলেন—
“জগন্নাথ কি বলসে তোমাদের পেটে ভাত দিবে? ভর্তি হওয়ার সময় বলা ছিল যে এইটা আবাসিক বিশ্ববিদ্যালয়?” এমন মন্তব্যে শিক্ষার্থীরা মর্মাহত হয়ে কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে এ বিষয়ে রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের জন্য বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।