পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সাময়িক বহিষ্কার, ফুড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী

আপডেট: September 10, 2025 |
inbound729501691473029231
print news

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর ফুড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকসিরুন নুর রিসন কে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় উক্ত ডিপার্টমেন্ট তাকে সাময়িক বহিষ্কার করে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ফুড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত নোটিশে বলা হয়,০৮/০৯/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ফুড ইন্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের 21FAE034 রোল নম্বরধারী ছাত্র 2021-22 শিক্ষাবর্ষের সেমিস্টার ১ম  এ FE3105 কোর্স নং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে।

এ কারণে সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের ইনভিজিলেটরের প্রতিবেদন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ এর পরীক্ষা কক্ষে পরীক্ষার্থী কর্তৃক পালনীয় শর্তাবলী এবং অপরাধের শান্তি সম্পর্কিত অধ্যাদেশ মোতাবেক তাকে উক্ত পরীক্ষা থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং  সে ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ করতে পারবে নাহ।

উল্লেখ্য, ওই শিক্ষার্থী পরীক্ষার হলে স্মার্ট ফোন ব্যবহার করে, দেখে দেখে পরীক্ষার খাতায় লিখতে থাকলে ইনভিজিলেটর হাতেনাতে ধরে।

Share Now

এই বিভাগের আরও খবর