জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

আপডেট: January 25, 2026 |
inbound1744171825708484787
print news

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। রোববার (২৫ জানুয়ারি) সকালে বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক ফেইসবুক পোস্টে বৈঠকের ছবি প্রকাশ করে বলা হয়, সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান, হাই কমিশনের হেড অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর এক ফেইসবুক পোস্টে বলা হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে।

এছাড়াও উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।

Share Now

এই বিভাগের আরও খবর